সকল মেনু

ব্ল্যাকশিপের কবলে সিএমপি!

CMPনিজস্ব প্রতিবেদক : অন্তর্ঘাতী অদৃশ্য এজেন্ট বা ব্ল্যাকশিপের কবলে পড়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি। অভিযানের শুরুতে অভিযানের তথ্য টার্গেট ব্যক্তির কাছে ফাঁস করে দিচ্ছে তারা। এর ফলে নাশকতা প্রতিরোধে সফলতা পাচ্ছেনা পুলিশ প্রশাসন। এ অবস্থায়  সন্দেহজনক পুলিশ সদস্যদের ওপর বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

গত কয়েকদিন আগে নাশকতার সাথে জড়িত শিবির কর্মীদের গ্রেপ্তারের জন্য চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। কিন্তু অভিযান শুরুর ১৫ মিনিট আগেই শিবির নেতারা সংবাদ কর্মীদের অভিযানের তথ্য জানিয়ে দেয়। শুধু চট্টগ্রাম কলেজ নয়। সাম্প্রতিক সময়ে নাশকতা প্রতিরোধে শিবির অধ্যুষিত বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায় পুলিশ। বিশাল বিশাল বহর নিয়ে অভিযান চালানো হলেও নাশকতাকারীদের গ্রেপ্তারে কোন সাফল্য পায়নি। এ অবস্থায় অভিযোগ উঠেছে অভিযানের শুরুতে তথ্য ফাঁস হয়ে যাওয়ার।

সিএমপির পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, ‘আমাদের যে তথ্যগুলো থাকে সেগুলো হয়তো আমরা ঠিকমত সংরক্ষণ করতে পারিনা, হয়তো কোনোভাবে তথ্য চলে যাচ্ছে, তবে আমরা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছি।’

আর সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী বনজ কুমার মজুমদার বলেন, ‘যাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয় , তাকে আমরা পাইনা, সেই সাথে এগুলো করতে যে অর্থ ব্যয় হয় সেগুলো বৃথা যায়।’

তথ্য ফাঁসের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা তুলে ধরছেন যুক্তি। তাদের মতে, অভিযান চালানোর প্রক্রিয়ায় পুলিশের অনেকগুলো বিভাগ জড়িত থাকে। আর এসব প্রক্রিয়ার মধ্যে কেউ হয়তো তথ্য ফাঁস করে দিচ্ছে। সিএমপির উপ পুলিশ কমিশনার ফারুক আহমেদ এই বিষয়ে বলেন, ‘এটি লিক হওয়ার কথা না, তবুও যদি কেউ এটি লিক করে তবে সেটি তার ব্যক্তিগত দায়, এই বিষয়ে কাউকে আইডেন্টিফাই করা গেলে তাকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হয়।’

এ অবস্থায় সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপর বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী। এই বিষয়ে আবদুল জলিল মন্ডল আরও জানান, ‘যারা ইন্ধনদাতা কিংবা টাকা দাতা, ঠিক একইভাবে যারা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বেইমানী করছে, তারা সমান অপরাধী।’

নগরীতে গত ১৫ দিনে নাশকতার সাথে সম্পৃক্ত অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। তবে এদের সবাইকে হয় জনগণের সহায়তায় অথবা তল্লাশি অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top