সকল মেনু

‘সহিংসতায় ইন্ধনদাতাদেরও আইনের আওতায় আনা হবে’

র‌্যাবনিজস্ব প্রতিবেদক : সহিংসতার ইন্ধনদাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ।

সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তানে নাশকতা বিরোধী প্রচারণায় অংশ নিয়ে সহিংসতা কমেছে বলেও দাবি করেন র‌্যাব প্রধান।

বেলা ১২টার দিকে গুলিস্তান এলাকায় বিভিন্ন যানবাহনে সহিংসতা বিরোধী স্টিকার লাগান তিনি। যাত্রীদের হাতে তুলে দেন নাশকতা বিরোধী প্রচারপত্র। পরে উপস্থিত জনতাকে চলমান রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় আইনশৃংখলা রক্ষা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান।

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার সময় তিন শিবির কর্মীকে হাতেনাতে ধরতে সহায়তাকারী ২ জনকে হেলমেট ও মুখোশ পরিয়ে অনুষ্ঠানে আনা হয়। র‌্যাব জানিয়েছে নিরাপত্তার প্রশ্নেই তাদের এই সতর্কতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top