সকল মেনু

রংপুরে যুবদলকর্মী ও জামায়াতনেতাসহ গ্রেফতার ৫ : ২টি পেট্রোল বোমা উদ্ধার

গ্রেফতারইকবাল হোসেন, রংপুর প্রতিনিধি : রংপুরে মালবোঝাই তিনটি ট্রাকে পেট্রোল মোরা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ট্রাকগুলো পুড়ে গেছে। এ ঘটনায় পুলিশ তিন যুবদলকর্মী ও ২ জামায়াতনেতাকে গ্রেফতার করেছে। এদিকে, রংপুর জিলা স্কুল থেকে পুলিশ ২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে। এতে আতংক ছড়িয়ে পড়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, শনিবার রাতে লালমনিরহাট থেকে ধান বোঝাই একটি ট্রাক গঙ্গাচড়া যাচ্ছিল। ট্রাকটি রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় পৌছলে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। চালক ট্রাক থেকে লাফ দিয়ে জীবন বাচায়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নগরীর রবার্টসনগঞ্জ এলাকা থেকে যুবদলকর্মী  হৃদয় ও স্বর্ন এবং বর্ন নামে দুভাইকে গ্রেফতার করে। তাদের কোতয়ালি থানার এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে এসআই নওয়াব আলী বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। এদিকে, গতকাল দুপুরে পুলিশ রংপুর জিলা স্কুল মাঠের এক কোনা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে। এ খবর ছড়িয়ে পড়লে সরস্বতি পূজায় আগত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে কিছুটা আতংক ছড়িয়ে পড়ে। অপরদিকে, পীরগঞ্জের  রামনাথপুর ইউনিয়নের জগন্নাথপুরের শাহজাহান ব্রীজের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবাহী দুইটি ট্রাকে পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।  পুলিশ ট্রাক দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। হামলায় শিকার ট্রাক ড্রাইভার আশিকুল ইসলাম আশিক জানান, রোববার ভোরে কয়েকজন যুবক এলোপাথারি ইট পাটকেল নিক্ষেপ এবং পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ সুন্দরগঞ্জ থানা জামায়াতের আমীর আবদুর রউফ সরকার ও সাবেক শিবির সভাপতি জামায়াতকর্মী সাহাবুল ইসলাম কাজলকে গেফতার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top