সকল মেনু

সাতক্ষীরা পৌর জামায়াতের আমীর ও কর্মী সেলিম বাবু গ্রেফতার

ুুুসাতক্ষীরা প্রতিনিধি : জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ২৪/০১/২০৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় শহরস্থ ইটাগাছা হতে নাশকতা সৃষ্টির অভিযোগে সাতক্ষীরা পৌর জামায়াতের আমীর ওবাইদুল্লাহ @ ওবাইদুল মাস্টার, পিতা- মৃত আঃ কাদের, সাং- ইটাগাছা, থানা ও জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওবাইদুল্লাহ ২৮/০২/২০১৩ তারিখ হতে পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত নাশকতার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। সে ১) সাতক্ষীরা থানার মামলা নং- ৫৫ তাং- ২৮/০১/২০১৩ ধারা- আইন- শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ এর ৪/৫, ২) সাতক্ষীরা থানার মামলা নং- ৫৬ তাং- ২৮/০১/২০১৩ ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫২/ ৩৫৩/৪২৭ পিসি ৩) সাতক্ষীরা থানার মামলা নং- ০৯ তাং- ০৫/০২/২০১৩ ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩৩২/৩৩৩/৩০৭/৩৫২/ ৩৫৩/৪২৭ পিসি ৪) সাতক্ষীরা থানার মামলা নং- ১০ তাং- ০৫/০২/২০১৩ ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৪১/ ৩২৩/ ৩২৫/৩২৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫২/ ৩৫৩/৪২৭ পিসি ৫) সাতক্ষীরা থানার মামলা নং- ১৪ তাং- ১৪/০২/২০১৪ ধারা- ১২০-খ/১২৪-ক পিসি ৬) সাতক্ষীরা থানার মামলা নং- ১৯ তাং- ০৪/১১/২০১২ ধারা- ১৪৩/৩২৩/৩৩২/৩৫২/৩৫৩/৪২৭ পিসি এর এজাহার নামীয় আসামী। গ্রেফতারকৃত জামায়াত নেতা ওবাইদুল্লাহকে নাশকতা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া নাশকতা সৃষ্টির চেষ্টাকালে জামায়াত ক্যাডার সেলিম বাবু @ টাক বাবু, পিতা- মৃত তমেজ উদ্দিন সরদার, সাং- ইটাগাছা, থানা ও জেলা- সাতক্ষীরাকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামায়াত ক্যাডার সেলিম বাবু @ টাক বাবুকে ভ্রাম্যমাণ আদালত আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top