সকল মেনু

৩ দিনের সফরে নয়াদিল্লিতে ওবামা

ওবামাআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিন দিনের সফরে নয়াদিল্লিতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে পৌঁছার পর বারাক ওবামা ও মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় তাদেরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী দিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে যান।

রোববার দুপুরে রাষ্ট্রপতি ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারা। কাল ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবামা। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর উপলক্ষে নয়াদিল্লিজুড়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সৌদি আরবের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন বারাক ওবামা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top