সকল মেনু

সাতক্ষীরার মাটিকে আর হায়েনা চক্রের দ্বারা কলুষিত হতে দেয়া হবে না: পুলিশ সুপার মঞ্জুরুল কবির

সাতক্ষীরাসাতক্ষীরা প্রতিনিধি : জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম বলেছেন, সাতক্ষীরা জেলা থেকে মাদক ও জুয়া আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে, কিন্তু শতভাগ নির্মুল হয়নি। আপনারা সহযোগিতা করলে শতভাগ নির্মুল করা সম্ভব। এলাকা থেকে শুধুমাত্র সন্ত্রাসীরা নয়, রাম দা, চাইনিজ কুড়ালও উদ্ধার অভিযানে নামা হবে। সাতক্ষীরা জেলাতে যতদিন পুলিশ সুপার হিসাবে থাকব ততদিন কোন অন্যায়ের কাছে মাথা নত করব না, তাই সে যতবড় ক্ষমতাধর ব্যক্তি হোক। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার সন্ত্রাসীরা আশাশুনি এলাকায় অবস্থান করছে বলে প্রচার হচ্ছে। তিনি সকলকে সতর্কতার সাথে খেয়াল রাখার আহবান জানান। আপনাদের দুর্বলতার কারণে সাতক্ষীরা সমস্যাহীন জেলায় পরিণত হয়েছিল। সচেতন ব্যক্তি, শক্ত হাত, চাঙ্গা মনোবল থাকতে সাতক্ষীরাকে আর অশান্ত হতে দেয়া হবেনা বলে দৃঢ়তার সাথে ঘোষণা দিয়ে তিনি আরও বলেন,আমাদের দৃষ্টিকে তীক্ষè রাখতে হবে। সতর্কতার সাথে কমিউনিটি পুলিশ,জনপ্রতিনিধি ও সচেতন মানুষকে কাজ করতে হবে। প্রতিক্রিয়াশীল চক্রকে একতাবদ্ধ হতে দেয়া যাবে না। তারা একতাবদ্ধ হলে আবারও মাথা তুলে দাড়াবে। সাতক্ষীরার মাটিকে আর হায়েনা চক্রের দ্বারা কুলষিত হতে দেয়া হবে না। তিনি উপস্থিত মানুষের প্রশ্নের জবাবে বলেন, দালালী চক্রকে উৎখাত করা হবে। বড়দলে ডাকাতির ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এটা ছোট ডাকাতি হলেও ডাকাতি চক্রের একটি চেষ্ট স্বরূপ। এটাকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। অপেক্ষা করুন ডাকাত চক্রকে আমরা চিহ্নিত করেছি, শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে।বৃহস্পতিবার বিকালে আশাশুনি থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরাম সমাবেশ, ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম, সহকারী পুলিশ সুপার (জেলার বিশেষ গোয়েন্দা শাখা) মেহদী হাসান, এএসপি (কালিগঞ্জ সার্কেল) মীর মনির হোসেন।অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, শিল্পপতি ও সমাজ সেবক রাজ্যেশ্বর দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, সম্পাদক এসএম আহসান হাবিব, উপজেলার সকল পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তি ও সর্ব স্তরের মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বের জন্য আশাশুনি থানার সাব ইন্সপেক্টর মনোজিৎ কুমার নন্দীকে ক্রেস্ট ও অর্থ দিয়ে পুরুষ্কৃত করা হয়। সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পী ও পুলিশ সদস্যদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top