সকল মেনু

‘এসএসসি’র সময় হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান’

jaforহট নিউজ ডেস্ক : আগামী ২ ফেব্রুয়ারি সারাদেশে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। কিন্তু দেশব্যাপী টানা অবরোধ ও হরতালের মধ্যে পরীক্ষা হবে কি না সেটা নিয়ে চরম দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানান, হরতাল অবরোধের মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্ধারিত সময় পরীক্ষা নেয়া হবে। এ অবস্থায় শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল পরীক্ষার সময় হরতাল অবরোধ না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সিলেটের ব্লু -বার্ড উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে অর্ণব। তাই নাওয়া-খাওয়া, ঘুম বাদ দিয়ে এখন পড়ার টেবিলেই কাটছে তার সময়। একই স্কুল থেকে পরীক্ষায় অংশ নিবে নিশাতও। পরীক্ষার দিন ঘনিয়ে আসায় তারও অবস্থা একই রকম। কিন্তু দেশব্যাপী চলা টানা হরতাল-অবরোধ, পরীক্ষার আগে শেষ হবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছে তারা। আর হরতাল থাকলে পরীক্ষা হবে কি না- সেই উত্তর মিলাতে গিয়ে এতদিনের প্রস্তুতিতে তাদের ভাটা পড়েছে।

এসএসসি পরীক্ষার্থীরা বলেন, ‘পরীক্ষার সময় এমন চলতে থাকলে, এর প্রভাব পরীক্ষার ওপর পড়বে। প্রস্তুতি অনুযায়ী আমরা পরীক্ষা দিতে পারবো না। এছাড়া, পরীক্ষা হবে কি না এমন অনিশ্চয়তায় আমরা স্বাভাবিক প্রস্তুতিও নিতে পারছি না।’

শুধু পরীক্ষার্থী নয়,অভিভাবকদের মাঝেও হরতালের দুশ্চিন্তা কাজ করছে। আর সহিংসতার মধ্যে পরীক্ষার হলে যাওয়া-আসার নিরাপত্তা নিয়েও আতঙ্কের মাঝে আছেন তারা।

অভিভাবকরা বলেন, ‘যথাসময়ে নিরাপদে আমার সন্তানকে নিয়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারবো কি না- এ নিয়ে দুশ্চিন্তায় আছি। শিক্ষার্থীদের পরীক্ষা সামনে রেখে এমন সহিংস পরিস্থিতি আমরা চাই না।’

এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবার হরতাল কিংবা অবরোধের মধ্যেই সময়মতো পরীক্ষা নিতে অনড় বোর্ড কর্তৃপক্ষ।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা, পরীক্ষা পরিচালনা ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজনে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য নিয়ে নির্বিঘ্নে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো।’

এসএসসি পরীক্ষা ছেলে-মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ সময় হরতাল অবরোধ কর্মসূচি না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শাবিপ্রবি’র অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি বলেন, ‘আমি আশা করবো, যারা রাজনীতি করছেন তারা যেন এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দেন, আমাদের ছেলে-মেয়েরা যেন ঠিকভাবে পরীক্ষা দিতে পারে।’

এবার সিলেট শিক্ষাবোর্ড থেকে ৭২ হাজার ২শ’ ১০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top