সকল মেনু

সৌদি বাদশাহর মৃত্যুতে সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

81458_Saudi-Kingনিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যু শোক পালন করছে বাংলাদেশ। বৃহস্পতিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় বাদশাহ আব্দুল্লাহর মারা যান। পরে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার।

শনিবার সকাল থেকে সারাদেশে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হচ্ছে।

জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা ছাড়াও প্রয়াত সৌদি আরবের বাদশাহর জন্য ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন চলছে। তবে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলছে।

এদিকে দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ শনিবার সৌদি আরবে যাচ্ছেন।

সৎ ভাই বাদশাহ ফাহদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন। তার মৃত্যুর পর সৎ ভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ আল-সউদকে সৌদি আরবের নতুন বাদশাহ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top