সকল মেনু

বিটিভিকে যুদ্ধাপরাধী ও রাজাকার মুক্ত করার দাবি

মেহেদি হাসান,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) যে সকল রাজাকার বার্তা প্রযোজক আছে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করে বিটিভিকে যুদ্ধাপরাধী ও রাজাকার মুক্ত করার দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাবান মাহমুদ ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি আয়োজিত `পেট্রোলবোমায় নিরপরাধ মানুষের ঝলশিত মুখ আমাদের বিবেককে তাড়িত করে-সহিংসতাকে না বলুন` শীর্ষক এক মানববন্ধন থেকে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, `জামায়াত-বিএনপির অবরোধে দেশের প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। আর ২৮ জন মায়ের বুক খালি হয়েছে। আসলে এটা কোনো গণতন্ত্র হতে পারে না। তারা যেমন আচারণ করছে তাতে গণতন্ত্রের লেশমাত্রও নেই।`

তিনি আরো বলেন, `এইসব অপকর্মের জন্য খালেদা জিয়া ও জামায়াত-শিবিরের মতো জঙ্গি সংগঠনকে দেশবাসীর না বলা উচিত। তাহলেই দেশে চিরস্থায়ী শান্তি ফিরে আসবে।`

শাবান মাহমুদ বলেন, `আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন জামায়াত-শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা গাড়িতে পেট্রোলবোমা মেরে জনগণকে হত্যা করছে। তাই দেশের সাধারণ জনগণকে বলব আপনারা এসব সন্ত্রাসীদেরকে প্রতিহত করুন।`

বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুজন হালদারের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, (ডিইউজে)র সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী , সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদ,দৈনিক সকালের খবর’র সিনিয়র রির্পোটার  লায়েকুজ্জামান, সচিবালয় রির্পোটারস ফোরামের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,হট নিউজ২৪বিডি ডট কমের সম্পাদক আছাদুজ্জামান, সাংবাদিক রোমান শেখ, প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top