সকল মেনু

পরিচয়হীন দগ্ধ শিশুটি মারা গেছে

60409_ujনিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পরিচয়হীন অগ্নিদগ্ধ শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয়। আনুমানিক ১২ বছরের এই শিশুটির লাশ বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে। এর আগে গতকাল রাত ১০টার দিকে বার্ন ইউনিটে তাকে ভর্তি করে সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষ। বার্ন ইউনিটের চিকিৎসারা জানিয়েছেন, শিশুটিকে গণস্বাস্থ্য হাসপাতালের লোকজন এনে হাসপাতালে ভর্তি করেন। গণস্বাস্থ্য হাসপাতাল সূত্র জানায়, গত ১৩ জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডের কাছে রাস্তর ওপর শিশুটিকে দগ্ধ অবস্থায় দেখে কয়েকজন যুবক তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসেন। সে নিজের নাম জাকির বলতে পেরেছে। তবে বাবা-মায়ের নাম বা ঠিকানা কিছুই বলতে পারে না। ওই যুবকেরা জানিয়েছেন, শিশুটিকে একটি আগুনে লাগা বাস থেকে উদ্ধার করে কেউ তাকে রাস্তায় ফেলে গিয়েছিল। বৃহস্পতিবার রাতে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, শিশুটির মাথার কাছে এক ব্যাগ ফল রাখা। পাশের বিছানার একজন রোগী জানিয়েছেন, শিশুটির কেউ নেই দেখে ওই ওয়ার্ডে ভর্তি আরেক রোগীর স্বজন শিশুটিকে খেতে দিয়ে গেছেন। কিন্তু শিশুটি কিছুই খেতে পারে না। তার শুধু স্যালাইন চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top