সকল মেনু

সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল ফ্যাক্টরীতে অগ্নিকান্ড: পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

সাতক্ষিরাসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলের ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলের ফিল্টার ডাস্টরুমে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মিল কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো বুধবার ও মিলের নিয়মিত উৎপাদন কাজ চলছিল বেলা ১২টার দিকে ফিল্টার ডাস্টরুমের, ফিল্টার পাইপ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার কুচি, বের হয়ে ফ্যানের পাখার সাথে সংঘর্ষ হয়ে অগ্নির সৃষ্টি হয়। আগুন লাগার সাথে সাথে ডিউটিরত শ্রমিকরা কর্তৃপক্ষকে জানিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে সাতক্ষীরা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে। ফায়ার সার্ভিস সদস্যরা পানি ¯েপ্রকরে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। ওই অগ্নিকান্ডের ঘটনায় মিলের ৫কেজি পরিমান তুলা পুড়ে ধক্ষংস হয়। এদিকে, সুন্দরবন টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মঞ্জুরুল কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার (এএসপি) মিজানুর রহমান, সুন্দরবন টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জুলহাজ, সদর থানার অফিসার ইনচার্জ গোলাম রহমান, মিলের সিকিউরিটি কর্মকর্তা শফিউল ইসলাম ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top