সকল মেনু

খেলার মাঠে পরিত্যক্ত গাড়ী শিক্ষার্থীদের ক্ষোভ

10941296_1520689444862415_485601549_nআবু লাবীব, (হাজারীবাগ প্রতিনিধি) : ঢাকাস্থ হাজারীবাগ থানাধীন গজমহল শিশু পার্কে (গজমহল স্কুল মাঠ) নিলয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর একটি গাড়ী ও একটি হলুদ ট্যাক্সী ক্যাব দীর্ঘ দিন থেকে আটকে রেখেছে হাজারীবাগ থানা কর্তৃপক্ষ। অবশেষে তা পরিত্যক্ত অবস্থায় রূপ নিয়েছে। পাশেই রয়েছে গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়। প্রতিবছরের ন্যায় চলতি বছরেও বার্ষিক ক্রীড়ার প্রথম পর্ব শুরু হলেও গাড়ীগুলো সরিয়ে নেয়ার কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। এতে করে শিক্ষার্থীদের খেলাধুলায় নানা সমস্যা দেখা যায়। মাঝে মাঝে পরিবহনের সংখ্যা অনেক বেড়ে যায়। তখন মাঠে খেলার কোন উপায় থাকেনা। বিভিন্ন সময়ে এখানে বিবাহ প্যা-েলের আয়োজন করা হয় তাতেও খেলা বিঘিœত হয়। বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী নাইমুর রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, খেলার মাঠে গাড়ীগুলো রাখার কারণে স্থানের স্বলতার কারণে তাদের খেলাধুলা করতে অনেক কষ্ট হয়। তদুপরি পরিত্যক্ত এ গাড়ীগুলো মাঠের বৃহৎ একটি অংশ দখল করে রাখায় ভোগান্তি বেড়েছে। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরণের কোন দূর্ঘটনা। লোকমুখে শোনা গেছে কিছুদিন আগে একটি শিশু পরিত্যক্ত পরিবহনে উঠতে গিয়ে প্রচ-ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, এ মাঠটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশেপাশে অবস্থানরত শিশুরা এ মাঠে সকাল-বিকাল খেলতে আসে। তাদেরও পড়তে হয় নানা বিড়ম্বনায়। এ মাঠটির প্রধান গেটে গজমহল শিশুপার্ক লেখা থাকলেও শিশুদের খেলারমতো উপকরণ না থাকায় তারা যথারীতি ক্ষোভ প্রকাশ করছে। এ ব্যাপারে হাজারীবাগ থানা ইনচার্জ এর অফিসিয়াল মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ , শিক্ষার্থী , অভিভাবক ও এলাকাবাসী মনে করেন, খুব শীঘ্রই তারা মাঠকে পরিবহন মুক্ত করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top