সকল মেনু

২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

CFFবিনোদন ডেস্ক : ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে ২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৮ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ৭ দিনের এ উৎসবের আয়োজন করছে চিলড্রেন ফিল্ম সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে, উৎসবের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন পরিচালক রায়ীদ মোরশেদ।

তিনি জানান, এবারের উৎসবে ৪৮টি দেশের দু’শোর বেশি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে চলমান রাজনৈতিক সহিংসতায় শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে সংক্ষিপ্ত আকারে উৎসবের আয়োজন করতে হচ্ছে বলে জানান রায়ীদ মোরশেদ। এসময় তিনি আরো জানান, প্রথমবারের মতো এবারে আর্ন্তজাতিক প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি ‘ইয়ং বাংলাদেশি ট্যালেন্ট’ পুরস্কার চালু করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উৎসব কমিটির উপদেষ্টা মুস্তফা মনোয়ার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top