সকল মেনু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন, ড. হাফিজুর সভাপতি ড. পরিমল সম্পাদক

1378310807_16567ইকবাল হোসেন, রংপুর প্রতিনিধি : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ (রিষিণ পরিমল)। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন সহ-সভাপতি কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. একেএম ফরিদ-উল-ইসলাম, কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার, যুগ্ম-সম্পাদক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিউল আজম খান। দশটি নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন গণিত বিভাগের প্রভাষক মো: হান্নান মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: গাজী মাজহারুল আনোয়ার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: সাইদুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আতিউর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: নূরুল হুদা লিটন, রসায়ন বিভাগের প্রভাষক তানিয়া তোফাজ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: আব্দুর রকিব, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু ছালেহ মো: ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ) এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মাজেদুল হক। অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান ও একই বিভাগের প্রভাষক মো: মাসুদ রানা। সংগঠনটির মোট ১৩৯ জন ভোটারের মধ্যে ১২৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top