সকল মেনু

ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

OICনিজস্ব প্রতিবেদক : দেশের চলমান পরিস্থিতি নিয়ে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’- ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে সৌদি আরব, তুরস্ক, ইরাক ও ইরানসহ বাংলাদেশে নিযুক্ত ইসলামি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন। এতে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা কমাতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিল, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় নাশকতা ও জ্বালাও-পোড়াও গণতন্ত্রের পরিপন্থী বলে মত প্রকাশ করেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top