সকল মেনু

চট্টগ্রামে ৩৬ ঘণ্টার হরতাল চলছে

Hortalচট্টগ্রাম প্রতিনিধি : বৃহত্তর চট্টগ্রামে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে। মঙ্গলবার সকাল ৬টায় এই হরতাল শুরু হয়। হরতাল চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

হরতাল চলাকালে এখন পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে হরতালকে কেন্দ্র করে নগরী ও জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে।

হরতাল চলাকালে নগরীর নিউমার্কেট ও কাজির দেউড়ি এলাকায় কিছু কিছু অটোরিকশা চলছে। গণপরিবহন চললেও সংখ্যা খুবই কম। তবে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রায়েছে।

প্রসঙ্গত, সোমবার বিকালে নগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী এই হরতালের ডাক দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top