সকল মেনু

‘অবরোধ প্রত্যাহার না হওয়ায় আশাহত দেশবাসি’

হাছান মাহমুদনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘অবরোধ প্রত্যাহারের ঘোষণা না দিয়ে দেশবাসিকে আশাহত করেছেন বিএনপির চেয়ারপারসন এবং ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।’
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, খালেদা জিয়া জনগণের কাছে ক্ষমা চেয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেবেন। কারণ জনগণ তো দূরের কথা, তার নিজ দলের নেতা-কর্মীরাই মাঠে নেই। কিন্তু তিনি তা না করে আবারও অবরোধের নামে পেট্রোল বোমা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এটি অবরোধ নয়, পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়ে যাওয়ার ঘোষণা, মানুষ হত্যা চালিয়ে যাওয়ার ঘোষণা, গাড়ি পোড়ানোর ঘোষণা।’
খালেদা জিয়ার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোমবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল এটি কখনো করতে পারে না। অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। মানুষ হত্যা বন্ধ করে নিয়মতান্ত্রিক পন্থায় ফিরে আসুন।’
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আমাদের কর্মসূচি (অবরোধ) চলছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা চলবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top