সকল মেনু

পেট্রোল বোমা নিক্ষেপকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

46600নিজস্ব প্রতিবেদক : যানবাহনে যারা পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ মারছে ও দগ্ধ করছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর স্কয়ার হাসপাতালে পেট্রোল বোমায় দগ্ধ পুলিশ সদস্যকে দেখতে গিয়ে রবিবার এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
কনস্টেবল শামীমকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজি) শহীদুল হক উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়, ‘বোমাবাজ ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেপ্তার করতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।’
প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মৎস্যভবনের কাছে পুলিশের একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন কনস্টেবল শামীম (২৫) আহত হন আরো চার পুলিশ সদস্য।
পুলিশ কনস্টেবল শামীমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে একই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমানের মেয়ে ডা. শাহানাজকে দেখতে যান প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top