সকল মেনু

মৌলবাদ দমনে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বৃটেন

Obama-Cameronআন্তর্জাতিক ডেস্ক : ইসলামী মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বৃটেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই ঘোষণা দিয়েছেন।

হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে এসে মৌলবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই চালিয়ে যাওয়ার এই ঘোষণাটি দিয়েছেন বারাক ওবামা ও ডেভিড ক্যামেরন।

ডেভিড ক্যামেরন বলেন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও উভয় দেশই হুমকির মুখোমুখি হয়েছে। যে মূল্যবোধগুলোর পক্ষে তারা লড়াই করছেন সেগুলোকে যারা ঘৃণা করে তারা এগুলোর ক্ষতি করতে বদ্ধপরিকর। প্যারিস, পেশোয়ার ও নাইজেরিয়ায় সমপ্রতি হিংস্র হামলা হয়েছে।

এইসব সন্ত্রাসী কর্মকা- দেখতে-দেখতে পৃথিবী এখন পীড়িত বোধ করছে বলেও উল্লেখ করেন ডেভিড ক্যামেরন।

সাইবার নিরাপত্তা জোরদার করতেও এই দুটি দেশ যৌথভাবে একটি ‘সাইবার সেল’ গঠন করার কথা জানিয়েছে।

২০১৫ সালের শেষ নাগাদ সেই সেলের পক্ষ থেকে লন্ডন ও নিউ ইয়র্কের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে একটি সাইবার হামলার মহড়া দেয়া হবে।

হোয়াইট হাউসের ওই সংবাদ সম্মেলনে বারাক ওবামা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে মহান বন্ধু বলে উল্লেখ করেছেন।

ফ্রান্সে সন্ত্রাসী হামলার মাত্র সপ্তাহ খানেক পরই এই দুই নেতা নিরাপত্তা জনিত বিষয়গুলো নিয়ে আলোচনায় বসলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top