সকল মেনু

আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা

Cortনিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাইকোর্ট বিভাগ এবং আইনজীবীরা প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের শেষ কার্যদিবসে সংবর্ধনা দেন। তবে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। একই সাথে আইনজীবী সমিতি ভবন থেকে আদালতের সবগুলো প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে আওয়ামী পন্থি আইনজীবীরা গেটে তালা দেখে, একপর্যায়ে গেট ভেঙ্গে ফেলেন।

এসময় উত্তেজনা দেখা দেয় আদালত অঙ্গনে। তবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দাবি, তালা দেয়া এবং গেট ভাঙ্গার বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে এধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top