সকল মেনু

আজ থেকে সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ)এর ৬৭৪ তম ওরুস মোবারক শুরু

 মৌলভীবাজার প্রতিনিধি: ৩৬০ আওলীয়ার অন্যতম সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর ৬৭৪ তম ঔরুস মোবারক শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর মিলাদ মহফিল ও গরু জবেহ। পরদিন শুক্রবার সকাল ৮টায় মাজারে গীলাফ ছড়ানোর মধ্যদিয়ে ঔরুসের কার্যক্রম শুরু হবে। দু-দিনব্যাপি ওরুস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশিকান ও ভক্তরা আসেন। ওরুস উপলক্ষ্যে মাজার প্রাঙ্গনে শিরনী বিতরণ আয়োজন করা হয়েছে। সেই সাথে ওরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি বিদেশী পণ্যের দোকান বসে। উরুস ও মেলায় আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।  উল্লেখ্য, হযরত সৈয়দ শাহ্ জালালের নির্দেশে তার সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা মৌলভীবাজারে ইসলাম ধর্ম প্রচারে আসেন। তখন চন্দ্র নারায়ন মৌলভীবাজারের জমিদার ছিলেন। শাহ মোস্তফা (রঃ) এর অলৌকিক বেশ কিছু কর্মকান্ডে অভিভুত হয়ে চন্দ্র নারায়ন ইসলাম ধর্ম গ্রহন না করলেও তার মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করে এই অলির কাছে বিয়ে দেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top