সকল মেনু

ব্যালন ডি’অর জিতলেন রোনালদো

Ronaldo 01ক্রিড়া প্রতিবেদক : অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১৪ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন সময়ের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসিকে পেছনে ফেলে তৃতীয়বারের মতো বিশ্বসেরা হবার ট্রফি তুলে ধরেন এই পর্তুগীজ উইঙ্গার।

গত ডিসেম্বরে ২৩ জনের প্রাথমিক তালিকা থেকে ৩ জনের চূড়ান্ত তালিকা তৈরি করে ফিফা। রোনালদো, মেসি ছাড়াও তৃতীয় ফুটবলার হিসেবে এই তালিকায় ছিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়াল নয়্যার। ৫৮টি দেশের ১৬০০ ক্লাবের ২৩ হাজার ৩’শ ৮৩ জন এবার ব্যালন ডি’অরের জন্য বিভিন্ন বিভাগে তাদের ভোট প্রদান করেন। রোনালদোর সেরা ফুটবলার হবার রাতে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জার্মানীর বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো।

সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জিতছেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। এছাড়াও বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়াম্বেচ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top