সকল মেনু

বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ভারতীয় মুখপাত্র

80641_4587আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরকার হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের জনগণই তাদেরে ভাগ্য নির্ধারণ করবে।

সোমবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় ভারতীয় সরকার কোনো হস্তক্ষেপ করবে কি না এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশের জনগণই স্থির করবেন, সেখানে কোন ধরনের সরকার তারা চান। ভারত সরকারের বরাবরের নীতি হলো বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সেখানকার জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এ বিষয়ে ভারত সরকারের কিছুই করার নেই। নিকট প্রতিবেশী হিসেবে আমরা কেবল শান্তিপূর্ণ, স্থিতিশীল ও নিরাপদ বাংলাদেশ দেখতে চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top