সকল মেনু

ঢাকায় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

80592_DMPনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে যে কোনো ধরণের সভা-সমাবেশে আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকালে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। একইসঙ্গে ১১ শর্তে রাজধানীতে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি।

করে আওয়ামী লীগকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাঈদুর রহমান সাংবাদিকদের বলেন, ঢাকায় সভা-সমাবেশের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে ১১ শর্তে আওয়ামী লীগকে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশে ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সেই সমাবেশের পাল্টাপাল্টি ঢাকায় সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর পরিপ্রেক্ষিতে সংঘর্ষের আশংকা করে গত ৪ জানুয়ারি বিকাল থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ডিএমপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top