সকল মেনু

দম আটকে লেবাননে ৪ বাংলাদেশির মৃত্যু

80538_78হট নিউজ ডেস্ক : লেবাননে প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে উষ্ণতা পেতে ত্রুটিপূর্ণ ‘হিটিং সিস্টেম’ ব্যবহারের পর দম আটকে মারা গেছেন চার বাংলাদেশি।

লেবাননের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকা দিন্নিহ্‌ এলাকায় শনিবার ওই চার বাংলাদেশির লাশ পাওয়া যায় বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে।

ওই চার বাংলাদেশির পরিচয় এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বার্তা সংস্থাটি।

তবে লেবাননের ডেইলি স্টার পত্রিকা জানায়, দিন্নিহ্‌ অঞ্চলের মারাহ-আল-সারাজ গ্রামে ওই চার বাংলাদেশি নির্মাণ শ্রমিক ছিলেন।

পত্রিকাটি জানায়, জিয়াদ-আল-সামাদ নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করা ওই বাংলাদেশি শ্রমিকরা উষ্ণতা পেতে একটি পাত্রে আগুন জ্বালিয়েছিলেন। কিন্তু আগুন জ্বালানোর পর কোন একটি বিক্রিয়ায় ওই পাত্র থেকে বিষাক্ত কার্বন মনো-অঙাইড প্রচুর পরিমাণে নির্গত হওয়ায় তারা দম বন্ধ হয়ে মারা যান।

সিরিয়া, লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ বছর প্রচন্ড ঠান্ডা পড়েছে।  গত মঙ্গলবার থেকে এসব দেশে প্রচন্ড তুষার ঝড় হচ্ছে।

এ সময়ে ওই চার বাংলাদেশিসহ এ পর্যন্ত মোট সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এনএনএ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top