সকল মেনু

কোটচাঁদপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা বাণিজ্য, ঝুকির মুখে সাস্থ্য সেবা

ঝিনাইদহএস,আই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে অবৈধভাবে একের পর এক গড়ে উঠছে ক্লিনিক ও ডায়াগষ্টিক সেন্টার। পৌর শহরে গড়ে ওঠা এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগষ্টিক সেন্টারে জবাবদিহিতা না করার কারণে ঠিকমতো চিকিৎসা সেবা প্রদান না করেও মালিকরা প্রতিদিন রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছ লাখ লাখ টাকা। এখানে রোগ নির্নয়তো দুরের কথা সুচিকিৎসার পরিবর্তে সাধারণ মানুষ প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন এ সমস্ত ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে এসে। প্রায়ই এসব ক্লিনিকে অদক্ষ ডাক্তারদের ভুল চিকিৎসার ফলে রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেলেও ক্লিনিক মালিকরা সঙ্গে সঙ্গে রোগীদের টাকা দিয়ে ম্যানেজ করে ঘটনা গোপন করেন। এছাড়া গোপনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করার কারণে এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয় না বলে সূত্র জানায়। কখনও কখনও অভিযান চালালেও আগে ভাগেই জেলা সিভিল সার্জন অফিস থেকে গোপনে সংবাদ পৌছিয়ে দেয়া হয় এসব ক্লিনিকে ও ডায়াগনস্টিক সেন্টারে। যে কারণে তারা তদন্ত টিম আসার আগেই সতর্ক হয়ে যায়। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, নিয়মিত মাসোহারা দেবার কারণে জেলা মনিটরিং সদস্যরা অবৈধ এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে বছরে একবারও আসেন না। ফলে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলছে চিকিৎসা ও রোগ পরীক্ষার নামে অপচিকিৎসা। অপরদিকে ভুক্তভোগীরা জানান, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং টিমের চোখে পড়ার মতো সাফল্যজনক কোন কার্যক্রম এখনও পর্যন্ত দেখা যায়নি। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনের পর থেকে অবকাঠামো পরীক্ষা নীরিক্ষার পদ্ধতিসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করার কথা থাকলেও রহস্যজনক কারণে তা করা হচ্ছে না দীর্ঘদিন যাবৎ। নিয়মানুযায়ী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার খুলতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ১০টি বেডের জন্য সার্বক্ষণিক ১ জন ডাক্তার, ২ জন নার্স, ২ জন সুইপারসহ মানসম্মত পরিবেশ ও নানাবিধ শর্ত পূরণ করতে হয়। কিন্তু সরকারি এসব নিয়মনীতির তোয়াক্কা না করে অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসব নিয়মনীতির ধার ধারছে না। অথচ এদের বিরুদ্ধে কিছু বলতে গেলে অবৈধ এ সমস্ত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা হুংকার ছেড়ে বলেন, পাবলিকতো দুরের কথা সাংবাদিকরা পর্যন্ত আমাদের বিরুদ্ধে লিখে কিছুই করতে পারবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top