সকল মেনু

রুবেলের পাশে থাকবে বিসিবি: পাপন

80473_213নিজস্ব প্রতিবেদক : মামলার যৌক্তিকতা না থাকলে বিসিবি রুবেলের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার দুপুরে তিনি এ কথা বলেন।

অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা মামলায় দুই দিন ধরে জাতীয় দলের পেসার রুবেল হোসেন কারাগারে রয়েছেন। রুবেল হোসেনের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রবিবার জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী সঞ্জয় চক্রবর্তী।

পাপন বলেন, রুবেল বিষয়ে ক্রিকেট বোর্ড ওয়াকিবহাল রয়েছে। মামলার যৌক্তিকতা না থাকলে রুবেলের পাশে থাকবে বিসিবি।

এদিকে শনিবার ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান রুবেলকে দেখতে কারাগারে গিয়েছেন। সেখানে প্রায় আধাঘণ্টা রুবেলের বিষয়ে কথা বলেছেন তিনি। সংবাদমাধ্যমের কাছেও অবশ্য বলেছেন ব্যক্তিগত সম্পর্কের  কারণেই রুবেলকে দেখতে গিয়েছেন তিনি। বোর্ডের কোনো নির্দেশনায় তিনি এখানে আসেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top