সকল মেনু

কুড়িগ্রামে তেলের পাম্প গুলোতে প্রেট্রোল ও ডিজেলের সংকট দুর্ভোগে গাড়ির মালিকরা

Kurigram Petrol Crises photo- 08.01.15ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : টানা অবরোধের কারনে কুড়িগ্রামে তেলের পাম্প গুলোতে পেট্রোল ও ডিজেল না থাকায় চরম দুর্ভোগে পড়েছে গাড়ির মালিক ও কুষকরা। জেলার ৯ উপজেলার ১৮ টি তেলের পাম্পে এ সংকট দেখা দিয়েছে।  খোজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামে প্রতিদিন ১৮ হাজার লিটার পেট্রোল এবং ৪ লাখ ৫০ হাজার লিটার ডিজেলের প্রয়োজন হয়। তেলের পাম্প মালিকরা জানান, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের কারনে বাঘাবাড়ী ডিপো থেকে পেট্রোল ও পারবতীপুর থেকে ডিজেল আনা সম্ভব হচ্ছে না ফলে এ সংকট দেখা দিয়েছে। তবে গাড়ির মালিকদের দাবী অবরোধের সুযোগে অনেক পাম্প মালিক বেশি দামে তেল বিক্রির জন্য রেখে দিয়েছে। পাম্পে গেলে তেল দেয় না। কুড়িগ্রাম সদর উপজেলার আমিনুল ইসলাম জানান, দুপুর থেকে শহরের ৫ টি পাম্পে পেট্রোল নেয়ার জন্য ঘুরে এসেছি। কোথাও পেট্রোল পাইনি। আমার মনে হয় অনেকে তেল থাকার পর অস্বীকার করেছে। কুড়িগ্রাম পৌর-বাজারের শাহাফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ফনিদ্র শাহা জানান, অবরোধ লাগাতারভাবে শুরু হবে সেটা কোন পাম্প মালিকের জানা ছিল না। ফলে পর্যাপ্ত তেল মজুদ না রাখার ফলে সংকট শুরু হয়েছে। আমরা পাম্প মালিকরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে পুলিশি প্রহরায় তেল আনার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, আমি এডিসি জেনারেলকে পাম্প মালিকদের সাথে মিটিং করতে বলেছি। কোন পাম্পে কতটুকু চাহিদা তা জানার পর তেল আনার ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top