সকল মেনু

রংপুরে বিএনপি‘র ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিষ্ফোরক মামলা

রংপুরইকবাল হোসেন, রংপুর প্রতিনিধি : রংপুরে বিএনপির হরতাল ও অবরোধে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের অভিযোগে ৬৯ বিএনপিনেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ বাদি হয়ে কোতয়ালি থানায় এ মামলা করেন। মামলার পর পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি।
কোতয়ালী থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, রংপুরে বিভাগে হরতাল ও ‘অবরোধের দ্বিতীয় দিনে বুধবার নগরীর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশকে লক্ষ্য করে ২টি ককটেল বিষ্ফোরণ ঞটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এছাড়া  কালেক্টরেট সুরভী উদ্যানের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে হরতাল সমর্থক ও অবরোধকারিরা। এ ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনে বিএনপির ৬৯ জনকে আসামী করে মামলা করা হয়েছে। এর বাদি হয়েছেন কোতয়ালি থানার এসআই সাইফুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top