সকল মেনু

মানবকন্ঠের সাংবাদিকের কাছে চাঁদা দাবি থানায় জিডি

ঝিনাইদহঝিনাইদহ প্রতিনিধি : দৈনিক মানবকন্ঠ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য শাহজাহান আলী বিপাশের কাছে নিষিদ্ধ ঘোষিত দলের পরিচয় দিয়ে জৈনক্য মহিউদ্দিন নামের এক ব্যক্তি ০১৬২৫৬০০৯৬৫ নাম্বারের মোবাইল ফোন থেকে মোটা অংকের চাদা দাবি করেছে। চাদা না দিলে তার ক্ষতি করা হবে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক বিপাশ বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৩৫৯। জিডি সুত্রে জানা গেছে, বৃহষ্পতিবার সকাল ১০.৪০ মিনিটের দিকে ০১৬২৫৬০০৯৬৫ নাম্বারের মোবাইল ফোন থেকে সাংবাদিক বিপাশের মোবাইল ফোনে একটি কল আসে। ঐ ফোন থেকে নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের নেতা পরিচয় দিয়ে জৈনক মহিউদ্দিন তার কাছে ৫০ হাজার টাকা চাদা দাবি করে টাকা ০১৭৮৭১১২৩৮৬ নাম্বারে বিকাশ করতে বলা হয়। টাকার জন্য ঐ নাম্বার থেকে ৩ বার ফোনও করা হয়। এ ঘটনার পর তিনি কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, উক্ত নাম্বারটি থেকে কালীগঞ্জের বেশ কয়েকজনের মোবাইল ফোনে হুমকি ও চাদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  তিনি আরো জানান, সম্ভাবত এটি একটি প্রতারক চক্রের কাজ। আমরা এই চক্রকে  চিহ্নিত ও আটকের চেষ্টা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top