সকল মেনু

মহাজোটে থেকে কাউকে দলবাজী টেন্ডারবাজী ও দুর্নীতি করতে দেওয়া হবে না ঝিনাইদহে তথ্যমন্ত্রী ইনু

Jhenidah-JCD-Counchil-Pic-0ঝিনাইদহ প্রতিনিধি : জাতীয় সামাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি ও মহাজোট সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মহাজোটের ছাতার তলে থেকে কাউকে দলবাজী, টেন্ডারবাজী ও দুর্নীতি করতে দেওয়া হবে না। দুর্নীতি ও দলবাজীকে শক্ত হাতে দমন করা হবে। তথ্যমন্ত্রী বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা জাসদের সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঝিনাইদহ জেলা জাসদের সভাপতি জাহিদুল ইসলাম টিপু সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনটি পরিচালনা করেন জাসদ নেতা মনিরুজ্জামান মানিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক এড আব্দুল ওয়াহেদ জোয়ারদার, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জাসদের কেন্দ্রীয় সাধরণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, আলহাজ্ব মনোয়ার হোসেন, ওবাইদুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, ফজলুর রহমান খুররম, শামিম আক্তার বাবু, শফিউদ্দীন মোল্লা ও অরুন ঘোষ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন, দুনিয়ার সফল রাষ্ট্র নায়কও দেশের সব সমস্যার সমাধান দিতে পারে না। আমাদের জীবদ্দশায় আমরা সব সমস্যা সমাধানও করতে পারবো না। তবে সমস্য সমাধানের পথ বাতলে দিতে পারবো। তিনি বলেন, যারা জাতিকে পথ দেখায় তারাই ইতিহাসে শ্মরণীয় হয়ে থাকেন। জাতির জনক বঙ্গবন্ধু এমনই এক মহানায়ক, যিনি স্বাধীনতার দরজা খুলে দিয়েছিলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, যে জাতি বীরদের সম্মান দেয়না, সেই জাতি নতুন বীরদেরও সম্মান দেয়না। কিন্তু প্রত্যেক জাতিকে সামনে এগিয়ে যেতে হলে নতুন বীর ও ত্যাগী কর্মীর জন্ম দিতে হবে। সম্মেলনে জাসদের পক্ষ থেকে দশটি প্রস্তাবনা তুলে ধরে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে আর কখনো সামরিক সরকার ও জঙ্গী রাজাকারদের সরকার হতে দেব না। এমনকি খালেদা জিয়াও যদি রাজাকার ও জঙ্গীদের নিয়ে ক্ষমতা দখল করতে চায় তা শক্ত ভাবে প্রতিরোধ করবো। হরতাল অবরোধের নামে নাশকতা, অর্ন্তঘাত মুলক কর্মকান্ড, আগুন দিয়ে মানুষ হত্যা কঠোর ভাবে দমন করা হবে। তিনি বলেন ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীদের অশান্তি সৃষ্টি করতে দেব না। সাম্প্রদায়িকতার জঞ্জাল সাফ করে অসাম্প্রদায়িক চেতনা ও গনতন্ত্রকে সমুন্নত রাখবো।  তিনি বলেন, প্রস্তাবিত এই ধারার সঙ্গে মহাজোট সরকারের কোন বিরোধ নেই। জাসদ একটি সুখি সমৃদ্ধশালী দেশ গড়তে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।  জাসদ সব সময় মুক্তিযুদ্ধ ও সাম্যের পক্ষে উল্লেক করে ইনু বলেন, আমরা নিরপেক্ষ নয়। যারা মুক্তিযুদ্ধ ও সাম্যের বিরুদ্ধে তারাই জাতীয় শত্র“। তাদের সঙ্গে কোন আপোষ নেই, সমঝোতা নেই। বরং মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ধ্বংস করা হবে। তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ কোন কুড়িয়ে পাওয়া বস্তু নয়। ইয়াহিয়া ও আইয়ূব খান ইতিহাসের আবর্জনা। সেই সঙ্গে জামায়াতও আবর্জনা। আর ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু। জাসদ বাংলাদেশের ভবিষ্যত দাবী করে মন্ত্রী বলেন, আমরা অংশ গ্রহন মুলক গনতন্ত্রে বিশ্বাসী। জাসদ সংবিধানের ৭০ ধারার আংশিক বদল ও সংসদে একটি উচ্চকক্ষ চায়। তিনি আরো বলেন, দুনিয়া আজ ডিজিটাল ও প্রযুক্তির বাঁকে। আমেরকিার অবক্ষয় শুরু হয়েছে। বিশ্বের নেতৃত্ব এখন চিন, রাশিয়া ও ব্রাজিলের হাতে চলে যাচ্ছে। আমরা পাকিস্থানকে পরাজিত করেছি। আমাদের সাহস আছে, মানবসম্পদ আছে, বুদ্ধি আছে, আমরাও পারি বিশ্ব জয় করতে। ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশও বিশ্বের নেতৃত্ব দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলন শেষে মন্ত্রী ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনময় করেন এবং শহরের অগ্নিবীনা সড়কে স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন করেন। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top