সকল মেনু

মির্জা ফখরুলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

46244কোর্ট রিপোর্টার : গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানার দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূইয়ার আদালতে ফখরুলকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানাবে পুলিশ।
গত ৪ জানুয়ারি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে মির্জা ফখরুল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
অন্য সূত্রে জানা যায়, ফখরুলকে পল্টন, চকবাজার, শাহবাগ ও তুরাগ থানার মামলায়ও শ্যোন অ্যারেস্ট দেখানো হতে পারে।
মির্জা ফখরুলকে আদালতে আনা নিয়ে জাতীয়তাবাদী আইনজীবীরা মিছিলসহ সিএমএম কোর্ট চত্বরে উত্তেজনা সৃষ্টি করছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসক্লাব হতে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top