সকল মেনু

এসএসসি’তে ফরম পূরণে গৃহীত অতিরিক্ত ফি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

Highকোর্ট রিপোর্টার : এসএসসি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে সরকার নির্ধারিত ও আইনগত আদায়যোগ্য ফি এর অতিরিক্ত গ্রহণ করা টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ২০ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা এ অতিরিক্ত ফি ফেরত দিতে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিচারপতি ড. কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্ময়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে হাইকোর্টের স্বপ্রণোদিত একটি রুলের জবাব দিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে আদালতে যান বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

ওই রুলের জবাব দিতে মেননসহ রাজধানীর ২৬টি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিরা আদালতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top