সকল মেনু

রাজনৈতিক অস্থিরতা নিয়ে শঙ্কায় বাণিজ্য মেলা

DITF-Unrestনিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থী কমে যাওয়ার আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। মেলার শুরুতে ব্যবসায়ীরা ভালো সাড়া পাবার আশা করলেও, রাজনৈতিক পরিস্থিতির কারণে আবারও দুশ্চিন্তায় পড়েছেন তারা।গেল বছর রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুটা দেরিতে শুরু হয় বাণিজ্য মেলা। এবার মেলা শুরুর আগে থেকে সে ধরণের আশঙ্কা না থাকলেও, মেলার শুরুর দিনই ছিল হরতাল। প্রথম দু একদিনে ক্রেতা দর্শকদের উপস্থিতি ভালো থাকলেও রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন ক্রেতা দর্শনাথীরা।

মেলার জন্য সব ধরণের প্রস্তুতি নিলেও রাজনৈতিক অস্থিরতার কারণে শংকায় রয়েছেন ব্যবসায়ীরাও।

গেল বছরে অস্থিরতার কারণে বাণিজ্য মেলা থেকে রপ্তানি আদেশ আসে মাত্র ৮০ কোটি টাকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top