সকল মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষ : আহত ২০

46144ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে রবিবার বিকেল পৌনে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ছাত্রদলের ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ২০ জনকে আটক করা হয়েছে।

ছাত্রদল রবিবার বিকেল পৌনে ৫টায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টিএ রোডে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে টিএ রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সংঘর্ষের সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে মৌড়াইল রেল গেটে অগুন এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়। এ ছাড়া ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক হাতবোমার বিস্ফারণ ঘটায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ২০ জন আটক করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top