সকল মেনু

জাতীয় শ্রমিক পার্টি নেতার মৃত্যু

  হটনিউজ ডেস্ক,ঢাকা: জাতীয় শ্রমিক পার্টির দারুস সালাম থানার সভাপতি মো. লিটন মিয়া (৩৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া…….. রাজেউন)। শনিবার (৩ জানুয়ারি) ভোর ৪ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় ভোলার চরফ্যাশনস্থ নিজ গ্রামে মরহুমের মরদেহ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শ্রমিক নেতা মো. লিটন মিয়ার অকাল মৃত্যুতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এম.পি, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন এবং জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তারা বলেন, জাতি লিটন মিয়ার অকাল মৃত্যুতে দেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার এক অগ্রনায়ককে হারালো। নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। রোববার (৪ জানুয়ারি) জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top