সকল মেনু

সংলাপ ও নির্বাচনের কোন সম্ভাবনা নেই

46100রাজনৈকিত প্রতিবেদক : আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, আপাতত সংলাপ ও নির্বাচনের কোন সম্ভাবনা নেই। মধ্যবর্তী নির্বাচন নিয়ে যেসব দাবী উঠেছে তার পরিস্থিতি এখনো হয়নি। তাই নির্বাচনও হবেনা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তোফায়েল বলেন, সংবিধান রক্ষায় ৫ জানুয়ারি নির্বাচন করতে হয়েছে। সবাইকে নিয়ে নির্বাচন করতেই তৎকালীন বিরোধী দলকে প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাদের দেয়া শর্তের কারণে তা হয়নি।  আলোচনা শর্ত দিয়ে হয়না। তাই নির্বাচন হয়েছে।  দেশের মানুষ এখন শান্তিতে আছে। উন্নয়নেও এগিয়ে যাচ্ছে দেশ। তাই এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে সংলাপ কিংবা নির্বাচন দিতে হবে।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top