সকল মেনু

কুড়িগ্রামে ঠান্ডাজনিত রোগে ১ মাসে ১৫ শিশুর মৃত্যু

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ তীব্র শীত ও কনকনে ঠান্ডায় শীত জনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে কুড়িগ্রামের মানুষ। উত্তরীয় হিমেল হাওয়ায় ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় বিশেষ করে শীতজনিত রোগ আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালগুলোতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে সহস্রাধিক রোগী। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে। কুড়িগ্রাম সদর হাসপাতাল সুত্র জানায় গত ১মাসে কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ শিশু।  একশ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিন শীতজনিত রোগে চিকিৎসা নিচ্ছে প্রায় ৩ শতাধিক রোগী। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশী। শয্যা সংকুলান না হওয়ায় অনেকেই চিকিৎসা নিচ্ছে মেঝে ও বারান্দায়। চিকিৎসা সেবা দিতে হিমশীম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়া ওয়ার্ডের ৬ শয্যার বিপরীতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে প্রায় ৪০জন রোগী। একই অবস্থা শিশু ওয়ার্ডেও। সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা শারমিন জানান, ঠান্ডায় তার শিশুর ডায়রিয়া হওয়ায় হাসাপাতালে ভর্তি করায়। কিন্তু একটু সুস্থ হওয়ায় পর বাড়িতে নিলে আবারো ডায়রিয়া বেড়ে যাওয়ায় পুনরায় হাসপাতালে ভর্তি করেছি। এখনও সুস্থ হয় নাই।  কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম জানান, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে শিশুরা বেশি আক্রান্ত হয়ে পড়ছে। গত ১ মাসে কুড়িগ্রাম সদর হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ১৫ শিশু মারা গেছে। আমরা সাধ্যামত চিকিৎসাসেবা দিচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top