সকল মেনু

স্বাধীন ফিলিস্তিনের প্রস্তাব নিরাপত্তা পরিষদে বাতিল

jatisongoআন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি পেতে ও ২০১৭ সালের মধ্যে ইসরাইলি দখলদারিত্বের অবসানে জাতিংঘের নিরাপত্তা পরিষদে পেশ করা ফিলিস্তিনের প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রস্তাবের বিরোধিতা করে অস্থায়ী সদস্য অস্ট্রেলিয়া।

১৫ সদস্য বিশিষ্ট পরিষদের ৮ সদস্য রাশিয়া, চীন, ফ্রান্স, আর্জেন্টিনা, চাদ, চিলি, জর্ডান ও লুক্সেমবার্গ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে ভোট প্রদানে বিরত থাকে যুক্তরাজ্য, লিথুয়ানিয়া, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও রুয়ান্ডা। মঙ্গলবার রাতে এ ভোটাভুটির আগেই প্রস্তাবে সমর্থন না দেয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনের পক্ষে প্রস্তাবটি উত্থাপন করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য জর্ডান। প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘকে ব্যর্থ বলে সমালোচনা করেছেন বিশ্ব এ সংস্থায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top