সকল মেনু

কমলগঞ্জে কুষ্ঠ রোগীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 মৌলভীবাজার প্রতিনিধি: হীড বাংলাদেশের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে কুষ্ঠ রোগীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় হীড বাংলাদেশ এর কমলগঞ্জ প্রকল্প হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান থেকে ৬০ জন রোগী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই এখন সুস্থ্য। আবার কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন। কুষ্ঠ কমলগঞ্জ প্রজেক্ট এর কো-অর্ডিনেটর পরেশ দেবনাথের সভাপতিত্বে ও জেলা সুপারভাইজার মোস্তাফিজুর রহমান মহসীনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কুষ্ঠ প্রকল্পের ফাইনান্স এন্ড এডমিন অফিসার শ্যামল কুমার চৌধুরী, কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী মান্না পেবেগু, ঢাকা মহাখালী কলেরা হাসপাতালের রিসার্চ সুপারভাইজার মোশাররফ হোসেন, ধলই চা বাগান কম্পাউন্ডার ভাইলাল গড়, কানিহাটি চা বাগান কম্পাউন্ডার আতাউর রহমান, শমশেরনগর চা বাগান কম্পাউন্ডার হিমাংসু কুমার দাস, বাবুল আহির, মাধবপুর চা বাগান কম্পাউন্ডার বিকাশ কৈরী, মিরতিংগা চা বাগান কম্পাউন্ডার সঞ্জয় কৈরী। এর আগে কুষ্ঠ রোগীদের অংশগ্রহনে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি হীড বাংলাদেশ কমলগঞ্জ প্রকল্প অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে পুরো হীড এলাকা প্রদিক্ষন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top