সকল মেনু

যশোর বোর্ডে জেএসসিতে পাশের হার ৯১.৯৬

 রিপন হোসেন, যশোর প্রতিনিধি: যশোর বোর্ডে জেএসসি পরীক্ষায় ৯১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮৫ জন। জেএসসি পরীক্ষায় এবার এ বোর্ড  থেকে মোট ১ লাখ ৮৮ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। যাদের মধ্যে পাশ করেছে ১লাখ ৭৩ হাজার ৫৯৯ জন। বোর্ড সেরার সাফল্য অর্জন করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এরপরই সেরা দশের মধ্যে রয়েছে খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যশোরের পুলিশ লাইন স্কুল, যশোরের ঝিকরগাছা উপজেলার শেখ আকিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, খুলনা জিলা স্কুল, যশোর অভয়নগর আকিজ আইডিয়াল স্কুল, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও যশোর জিলা স্কুল।
যশোর বোর্ডের ফলাফল অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ।
এদিকে পিএসসি পরীক্ষায় যশোর জেলায় পাশের হার দাড়িয়েছে ৯৮ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১২৬জন। এ জেলা থেকে মোট ৪৭ হাজার ৩১৬জন পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৪৬ হাজার ৩৮৪জন।
অপরদিকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় যশোরে জেলায় পাশের হার ৯৩ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫২জন। মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৮৭৫ জন। পাশ করেছে ৫ হাজার ৮২৮জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top