সকল মেনু

আজহারুল ইসলামের বিরুদ্ধে রায় পাঠ শুরু

  নিজস্ব প্রতিবেদক : একাত্তরে স্বাধীনতাযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণসহ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মামলার রায় পাঠ শুরু করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ১৫৮ পৃষ্ঠার এ রায় পড়া শুরু করেন। শুরুতে সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।  এর আগে রায় ঘোষণা উপলক্ষে সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় জামায়াত নেতা আজহারুল ইসলামকে পুরাতন হাইকোর্ট এলাকায় স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এরপর ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয় তাকে। পরে সেখান থেকে তাকে ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় নেওয়া হয়। সোমবার রাত ৮ টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার (ঢাকা কেন্দ্রীয় কারাগার-২) থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এদিকে, এই রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাক্ষ্য, জেরা ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৮ সেপ্টেম্বর থেকে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। অপেক্ষমাণ রাখার ১০৩ দিন পর আজ এ মামলার রায় দেওয়া হচ্ছে। আজহারুল ইসলামের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রংপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে ১ হাজার ২২৫ ব্যক্তিকে হত্যা, চারজনকে খুন, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও নির্যাতন এবং শতশত বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ আনা হয়েছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top