সকল মেনু

মুশফিক ওয়ালটন প্রিমিয়ার লিগেই বিশ্বকাপ প্রস্তুতি দেখছেন

  ক্রীড়া প্রতিবেদক : স্বল্প সময়ের মধ্যেই বিশ্বকাপের দল চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। নির্বাচকগণ এ নিয়ে ভাবতেও শুরু করেছেন। ক্রিকেটারদের মধ্যে যে এ নিয়ে ভাবনা নেই তা নয়। ওয়ালটন রেফ্রিজারেটর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছেন জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার। ঘরোয়া লিগের মধ্যেই বিরাজ করছে বিশ্বকাপের প্রস্তুতির আমেজ। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের প্রাইম দোলেশ্বর দলের নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। জাতীয় দলে আপাতত টেস্ট দলের নেতৃত্ব আছেন তিনি। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ক্রিকেটের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। মুশফিকের বক্তব্যেই ওঠে আসে বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক বিষয়। আপাতত জাতীয় দলের আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজ হয়েছে হোম কন্ডিশনে। অথচ  বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। দুই দেশের কন্ডিশনে যথেষ্ট পার্থক্য আছে। এরপরও প্রিমিয়ার লিগে খেলাটাকেই অনেক গুরুত্ব দিয়ে দেখছেন মুশফিক। কারণ খেলার মধ্যে থাকায় অনুশীলন হচ্ছে। প্রত্যেকেই নিজের প্রস্তুতি সম্পর্কে বুঝতে পারছে।

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে মুশফিক বলেন, ‘একটা বড় টুর্নামেন্ট শেষ করেছি; যদিও তা আমাদের হোম কন্ডিশনে ছিল। আন্তর্জাতিক ম্যাচ না থাকায় এখন প্রিমিয়ার লিগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা এখানে ভাল করছে বিশ্বকাপে খেলতে তাদেরও একটা আত্মবিশ্বাস কাজ করবে। যদিও সেখানে কন্ডিশনটা ভিন্ন হবে- এরপরও আমরা আগেই যাচ্ছি, যেন ওখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি। আমাদের দু’টি অতিরিক্ত প্রস্তুতি ম্যাচও থাকছে। হাতে যেটুকু সময় আছে তা পুরোপুরি ব্যবহার করা  হলে সমস্যা হওয়ার কথা নয়।’

মঙ্গলবার আবাহনীর বিপক্ষে খেলা আছে প্রাইম দোলেশ্বরের। শিরোপার দৌড়ে টিকে থাকতে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে আবাহনী। নেট রান রেটে পিছিয়ে থেকে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাব। ১৮ পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান প্রাইম দোলেশ্বরের। এই ম্যাচ নিয়ে মুশফিক বলেন, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সুপার লিগে সব দলের সামর্থ্যই প্রায় সমান। নির্দিষ্ট দিনে তিনটি বিভাগেই যে দল ভাল করবে সেই দলই জিতবে। সামর্থ্য অনুযায়ী প্রথম দিকে পারফর্ম করতে পারিনি। সুপার লিগে দল হিসেবে সেটা প্রমাণ করার সুযোগ আছে। প্রথম দুই ম্যাচ আমাদের খুব ভাল হয়েছে। অবশ্যই কালকের (মঙ্গলবার) ম্যাচ একটা বড় ম্যাচ হবে আবাহনীর বিপক্ষে। আশা করি, আমরা শেষ দুই ম্যাচের সব বিভাগে পারফর্ম করতে পারলে এই ম্যাচেও জিততে পারব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top