সকল মেনু

এনসিটিবি প্রস্তুত

 নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা ২০১৫ সালের ১ জানুয়ারিতে টেক্সটবুক হাতে পাবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রোববার বিকেলে এ তথ্য জানিয়ে এনসিটিবি বলেছে, প্রায় ৩২ কোটি বই ইতিমধ্যে উপজেলাগুলোতে পৌঁছে গেছে। চার কোটিরও বেশি শিক্ষার্থীর হাতে সঠিক সময়ে বই পৌঁছে দেওয়ার জন্য এনসিটিবি দিন-রাত কাজ করে যাচ্ছে । ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি জানায়, বিগত বছরের মতো এবারও ১ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব করা হবে। ২০১৫ সালের নতুন শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, দাখিল ও দাখিল ভোকেশনাল, মাধ্যমিক ও এসএসসি ভোকেশনালে মোট শিক্ষার্থী সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন। বিপরীতে ৩২ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৭৪টি নতুন বই ছাপানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top