সকল মেনু

রণতরী থেকে উড়বে মার্কিন ড্রোন হেলিকপ্টার

13

হটনিউজ২৪বিডি.কম,ডেস্ক: মার্কিন নৌবাহিনী তাদের নতুন মনুষ্যবিহীন হেলিকপ্টার এমকিউ-৮সি ফায়ার স্কাউটের সফল পরীক্ষা চালিয়েছে।

সম্প্রতি ভার্জিনিয়ার উপকূলে অবস্থানরত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরী ইউএসএস জেসন ডানহাম থেকে এমকিউ-৮সি ফায়ার স্কাউটের ফ্লাইট পরিচালনা করা হয়।

এক বছরেরও বেশি সময় স্থলভিত্তিক পরীক্ষার পরে এমকিউ-৮সি ফায়ার স্কাউটকে সমুদ্রজলে ভাসানো জাহাজ থেকে উড়ানো হয়।

নৌ পাইলট জাহাজের স্থল নিয়ন্ত্রণ স্টেশন থেকে হেলিকপ্টারটিকে নিয়ন্ত্রণ করা হয়।

মার্কিন নৌবাহিনীর ফায়ার স্কাউট প্রোগ্রাম ম্যানেজার জেফ ডজ বলেন, ‘ইউএসএস ডানহাম থেকে এমকিউ-৮সি ফায়ার স্কাউটের উড্ডয়ন মার্কিন নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

ডজ আরো বলেন, ‘এমকিউ-৮সি’য়ের এটি প্রথম সমুদ্র ভিত্তিক ফ্লাইট এবং প্রথমবারের মত রণতরী থেকে একটি মনুষ্যবিহীন হেলিকপ্টার পরিচালিত হচ্ছে।’

ডজ বলেন, ‘বর্ধিত এই ক্ষমতা নৌবাহিনীকে আরো গতিশীল করবে। বহুমুখী উদ্দেশ্যে নির্মিত মনুষ্যবিহীন এই হেলিকপ্টার নৌবাহিনীকে আরো বেশি টেকসই করবে।’

সূত্র: এপি

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top