সকল মেনু

১ হাজার ৬৫৪ কারখানাকে বাদ দিল বিজিএমইএ

4

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: ১ হাজার ৬৫৪টি পোশাক কারখানার সদস্যপদ বাতিল করেছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার সংগঠনটির অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় একসঙ্গে দেড় হাজারেরও বেশি কারখানার সদস্যপদ বাতিলের এ সিদ্ধান্তে অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ।

সদস্যপদ বাতিলের জন্য বিজিএমইএ যেসব কারণ দেখাচ্ছে তার মধ্যে রয়েছে- বিজিএমইএয়ের সংঘবিধি অনুচ্ছেদ ৭(এ)(২) অনুসারে বাৎসরিক চাঁদা সময়মতো না দেয়া, সমিতির অন্যান্য চাঁদা না দেয়া এবং বিভিন্ন সময়ে কমপ্লায়েন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থতা।

২০০২ সাল থেকে শুরু করে ২০১৪ সালের বিভিন্ন সময়ে পোশাক কারখানার মালিকদের শীর্ষ এ সংগঠনের সদস্যপদ লাভ করে সদ্য পদ হারানো এ কারখানাগুলো।

এর মধ্যে ২০০২ সালে ৫০২টি প্রতিষ্ঠানের, ২০১২ সালে ৫৮৬টির, ২০১৩ সালে ১০১টির, বিভিন্ন সময়ে ২০টি প্রতিষ্ঠানের (প্রতিষ্ঠান কর্তৃক আবেদনের প্রেক্ষিতে), ২০১৪ সালে ঢাকা অঞ্চলের ৩৪১টি ও চট্টগ্রাম অঞ্চলের ১০৪টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার ওইসব সিদ্ধান্তে পরিচালনা পর্ষদের অনুমোদনের ফলে বিজিএমইয়ের সদস্য সংখ্যা ৫৮৭৬ থেকে কমে দাঁড়ালো ৪২২২-এ।

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top