সকল মেনু

গোবিন্দ হালদারের চিকিৎসার ব্যয়ভার প্রধানমন্ত্রী’র

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: গোবিন্দ হালদারের চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসংখ্য কালজয়ী গানের গীতিকার গোবিন্দ হালদার বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিডনির সমস্যাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, শনিবার সন্ধ্যায় গোবিন্দ হালদারের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী । এ সময় প্রধানমন্ত্রী তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার ব্যয়ভার বহনের অঙ্গীকার করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারে প্রচারিত গোবিন্দ হালদারের লেখা গানগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাত। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে প্রভৃতি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top