সকল মেনু

চাটার্ড এ্যাকাউন্টেন্টস, ডিআরসি ও স্পার্কেলের শীতবস্ত্র বিতরন

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়ায় শীতার্তদের মাঝে যৌথভাবে শীত বস্ত্র বিতরন করেছে দি ইনষ্টিটিউট অব চাটার্ড এ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ, ডিআরসি ও স্পার্কেল। শুক্রবার বিকেলে হাতিয়া হাই-স্কুলমাঠে ব্রহ্মপুত্রের অববাহিকার চরাঞ্চলের প্রায় ২ হাজার গরীব ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরন করা হয়। শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার ডাঃ তবারক উল­্যা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পার্কেলের প্রেসিডেন্ট এএইচএম আরিফুল ইসলাম এসিএ, আলী আকতার রিজভী এসিএ, এসকে আশিক ইকবাল এসিএ, মোঃ রেজাউল করিম এসিএ, জিয়াউর রহমান এসিএ, মোঃ ওয়াদুদ আহমদ এসিএ, মাহমাদুল হক রাজন এসিএ, মোঃ সাইফুল ইসলাম এসিএ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসার মোঃ শাহিনুর রহমান, তুহিন ওয়াদুদ ও হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আবুল হোসেন প্রমুখ। শীতবস্ত্র বিতরনে স্পার্কেলের অন্যান্য সদস্যবৃন্দসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্বিক সহযোগীতা করেন।এসময় কম্বল নিতে আসা আকবর আলী জানান, বাবা হামার খুব উপকার হইছে। এই কম্বলটা গায়ে দিয়া বেরাইম বাবা। আল­াহ তোমাগোর ভাল ক।স্পার্কেলের প্রেসিডেন্ট এএইচএম আরিফুল ইসলাম এসিএ জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে দাড়ানোর এ ধারাবাহিতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top