সকল মেনু

আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ : নিহত ১

হটনিউজ,নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বেলা পৌঁনে ১১টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় এই সংঘর্ষ ঘটে। নিহত আমজাদ হোসেন পাঁঁচরুখী এলাকার ইদ্রিস মোল্লার ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, কয়েকদিন আগে পাঁচরুখী এলাকায় যুবদল নেতা নজরুল ইসলাম আজাদের ব্যানার ফেস্টুন খুলে ফেলে এমপি নজরুল ইসলাম বাবুর লোকজন। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার পৌঁনে ১১টার দিকে নজরুল ইসলাম আজাদের সমর্থক সজিবের সঙ্গে এমপি নজরুল ইসলাম বাবুর সমর্থক আমজাদ হোসেনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এই ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। যুবদল নেতা নজরুল ইসলাম আজাদের সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন মারা যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে আমজাদ সাতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ছিল। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রাণহানি হওয়ার সত্যতা স্বীকার করে জানান, আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top