সকল মেনু

টুইটার অ্যাপের তথ্য রাখবে

হটনিউজ ডেস্ক :: বিজ্ঞাপন ইন্টারনেটে আয়ের সবচেয়ে বড় খাত। তাই বিজ্ঞাপনকে আরও ফলপ্রসূ করতে ডাউনলোডকৃত অ্যাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে টুইটার।

বৃহস্পতিবার এক খবরে এপি জানিয়েছে, ইউজারদের মোবাইলে ডাউনলোডকৃত অন্য অ্যাপ সম্পর্কে তথ্য সংগ্রহের ঘোষণা দিয়েছে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, মোবাইলে ইন্টারনেট অ্যাড চালু করলেই ইউজাররা একটি নোটিফিকেশন পাবেন।

তবে টুইটার শুধু অ্যাপের নাম তালিকা সংগ্রহ করবে, অ্যাপ বা গ্রাহক সম্পর্কিত কোনো সরবরাহ করবে না।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউজারদের মাঝে কোন অ্যাপ বেশি জনপ্রিয় তা জানতেই এ তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ইন্টারনেট অ্যাডকে আরও কার্যকর করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া ইউজারদের অ্যাপ সম্পর্কে সহায়তা বাড়াতে অ্যাপের তালিকা সংগ্রহ করবে বলে জানিয়েছে টুইটার।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top